প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ৬:৫৪ পি.এম
খোকসায় এক মাদক কারবারি আটক
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসায় মাদকসহ মুন্সী মোস্তফা (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৮’জুলাই) রাতে ৪২৫ গ্রাম গাজাসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মুন্সী মোস্তফা(৩২) উপজেলার শ্যামগন্জ গ্রামের মৃত মুন্সী ইউসুফ আলীর ছেলে।
আটককৃত মুন্সী মোস্তফার বিরুদ্ধে মাদক (৩৬) ১ স্বারনী ১৯(ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭ তারিখঃ ২৯/০৭/২১ ইং।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান। তিনি বলেন, মাদকসহ মুন্সী মোস্তফা নামের একজনকে আটক করা হয়েছে। আটকৃত মুন্সী মোস্তফার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দেয়া হয়েছে।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, খোকসা থানা এলাকায় মাদক সহ সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি