প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ৬:৫৭ পি.এম
খোকসায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন – ডাঃ কামরুজ্জামান
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার করোনা শনাক্ত ও মৃত্যুর হার নিম্ন দিকে নামতে শুরু করেছে। খোকসা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
এ উপজেলায় করোনা মহামারীর প্রাথমিক অবস্থা থেকেই খোকসাবাসী স্বাস্থ্যবিধি মানাতে অনীহা থাকায় ঝরে গেছে ২৮ জনের প্রাণ।
এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে উপজেলার ৭৩০ জন। এদের মধ্যে থেকে বর্তমানে আইসোলেশন রয়েছেন ৩৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 8 জন। করোনা থেকে সুস্থ হয়ে এপর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৩৫৮ জন। মৃত্যু বরণ করেছে ২৮ জন।
এদিকে করোনা মহামারীর এই প্রাদুর্ভাবের মাঝেই দ্বিতীয় ধাপে টিকাদান কার্যক্রমের গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে মোট চার হাজার ৩'শ জনের করোনা টিকা প্রদান করা হয়েছে বলে জানান টিকাকেন্দ্রে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মচারি শেফা খানোম জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিত্র তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, খোকসাবাসী যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আগামী মাসের মধ্যেই উপজেলা থেকে করোনা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আগামী ৭ আগস্ট থেকে টিকা নিয়ে আমরা উপজেলার ৯টি ইউনিয়নে যাব জাতীয় পরিচয় পত্র দেখিয়ে সকল নাগরিককে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্যবিধি মানতে সকলকে মাস্ক পরিধান করা, জনসমাবেশের পরিহার করা, ঘর থেকে অযথা বাইরে ঘুরাঘুরি না করা ও করোনা রোধে টিকা গ্রহণ করা পরামর্শ দিয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি