December 22, 2024, 10:04 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা লহ্মীদত্ত করোনাক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে সৎকারে এগিয়ে আসে করোনা স্বেচ্ছাসেবক দল।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ এর নেতৃত্বে করোনাকালীন সময়ের শুরুতেই এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী অনবরত সেবাদান করে চলেছেন।এরই ধারাবাহিকতায় লহ্মীদত্তের সৎকারে এগিয়ে আসেন শেখ হাফিজ চ্যালেঞ্জের নেতৃতাধীন স্বেচ্ছাসেবক।
এ বিষয়ে মুঠোফোনে শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ এর সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় জেলা ছাত্রলীগ কাজ করে চলেছে করোনা স্বেচ্ছাসেবক হিসেবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামিলীগ এর অর্থ বিষয়ক সম্পাদক বাবু অজয় সুরেকা।কুষ্টিয়া মহা স্বশানে লহ্মী দত্তের সৎকার সম্পন্ন করে স্বেচ্ছাসেবক দল।
Leave a Reply