December 21, 2024, 5:35 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, শৈলকুপা(ঝিনাইদহ)/
ঝিনাইদহের শৈলকুপায় করোনায় এক সংখ্যালঘুর মৃত্যু হয়েছে। তাকে কেউ সৎকার করতে না আসায় শেষে শশ্মানে মাটি দিল ইসলাসিক ফাউন্ডেশনের সমস্যরা। ঘটনাটি উপজেলার ফুলহরী গ্রামের। তিনি ওই গ্রামের জহবন্ধু সাহার ছেলে নিতাই সাহা(৬৫)। আজ সকাল ৫-৩০ মিনিটে ঝিনাইদহ সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উপ- পরিচালক মোঃ আঃ হামিদ খান জানান, জগবন্ধু সাহা গত ১৫ জুলাই করোনা উপসর্গে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল ৫-৩০ মিনিটে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, তার মৃত্যুর পর তার সৎকারের জন্য কোন লোক পাওয়ায় স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা দাফন কমিটির মাধ্যমে তাকে দুপুর ১-৩০ মিনিটের সময় তাকে ফুলহরী শশ্মানে মাটি দেওয়া হয়্।
Leave a Reply