November 2, 2024, 4:28 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মৃত্যুর উর্ধ্বগতি অব্যাহত রয়েছে কুষ্টিয়ার ৬ টি উপজেলাজুড়ে। সাথে পাল্লা দিয়ে রয়েছে করোনার নতুন শনাক্ত। ক্রমেই চিন্তিত হয়ে উঠছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। তারা বলছেন অবিলম্বে প্রতিরোধ প্রক্রিয়ায় যেতে হবে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এই সময়ে ৬৭৫টি নমুনা পরীক্ষায় ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও পাঁচজন। এই সময়ে ৬৬৬টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩.৪৮ শতাংশ।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলাতে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ২৩৫জন। আগের দিন আরোগ্য লাভ করেন ২৩৮ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান করোনায় মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ যারা যান তারা বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ১৯৯জন। আগের দিন ছিলেন ২১৭ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৪৩০ জন। আগের ড়িন ছিলেন ৩৪০৭জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৩৬২৯জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৭৫। জেলাতে মোট মারা গেছেন ৫০৮ জন।
জেলা সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলছেন বেশীরভাগ মানুষই আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন সচেতনতার অভাবে। এসব রোগীদের উপর কেস স্টাডি করে দেখা গেছে বিশেষ শারীরিক সমস্যা ব্যতিত বেশীরভাগ মানুষ করোনার উপসর্গ সম্পর্কে একেবারেই উদাসীন থেকে যাচ্ছেন। শেষ মুহুর্তে চরম বিপদে পড়লে ছুটে আসছে ডাক্তারের কাছে। সেক্ষেত্রে অনেক সময়ই কিছু করার থাকছে না।
Leave a Reply