December 23, 2024, 8:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় চুরির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পরপর একই কায়দায় চুরি সংঘটিত হওয়ায় ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেটের ব্যবসায়ীসহ বাসিন্দারা শঙ্কায় রয়েছেন। নতুন করে চোরের কবলে পড়েছেন দবির মোল্লার রেলগেটের দুই ব্যবসায়ী। রবি ভিডিও স্বত্বাধিকারী মো. রবি নামের ওই ব্যবসায়ীর দোকানের টিনের ঝাঁপ ভেঙে গত সোমবার (২৬ জুলাই) রাতে অভিনব কায়দায় চুরি করে চোরচক্রটি। ঘটনার দিন সকালের দিকে মালিক রবি দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ বাক্সের ভেতরে রাখা টাকাসহ তার ভিডিও ক্যামেরা ও বেশকিছু মোবাইল ফোন নেই। এর পরেরদিন চালের টিন খুলে দবির মোল্লার রেলগেটের নুর ইসলাম এন্টারপ্রাইজের মালিক মো. নুর ইসলামের দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হার্ডডিক্সসহ এলইডি টিভি মঙ্গলবার (২৭ জুলাই) রাতে অভিনব কায়দায় চুরি করে চোরচক্রটি। ঘটনার দিন সকালের দিকে দোকান মালিক নুর ইসলাম দোকান খুলে দেখতে পান। দোকানের ক্যাশ বাক্সে ভাঙা তালা ঝুলছে। এরপর ঢুকে দেখেন দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হার্ডডিক্সসহ এলইডি টিভি নেই। সর্বশেষে ছেঁউড়িয়া মোল্লাপাড়া এলাকায় মুক্তার হোসেন ও ইনামুলের ঘরেও চোর হানা দিয়ে চুরির চেষ্টা চালায়। এলাকার সচেতন মহল ধারণা করছে একই ব্যক্তিরা একর পর এক এসব চুরিগুলো সংঘটিত করছে। কিন্ত আজও কাউকে শনাক্ত করা যায়নি। দবির মোল্লার রেলগেটের ব্যবসায়ীরা এর দ্রুত প্রতিকার চান। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, থানা পুলিশের বিশেষ টিম নজরদারিতে রয়েছে। কাউকে শনাক্ত করতে পারলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply