January 5, 2025, 5:35 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২২) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৭ টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক তরিকুল ইসলাম একই উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার জাহের আলীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে তরিকুল ইসলাম তার আলমসাধু নিয়ে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় ফল আনতে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বন্ডবিল রেলগেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তরিকুলের আলমসাধুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
নিহত তরিকুল ইসলামের বাবা জাহের আলী জানান, আমার ছেলে আলমসাধু চালক। সে প্রতিদিনের মতো আজ সকালেও ভাড়ায় গিয়েছিল। লকডাউনের কারণে সকাল সকাল চুয়াডাঙ্গা শহরে ফল আনতে যাচ্ছিল।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলমসাধু চালক তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply