প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২১, ৭:৫২ পি.এম
কুমারখালীতে পানির পাত্রে ডুবে শিশুর মৃত্যু
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির পানি রাখা পাতিলে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে ঘরের বারান্দায় রাখা গৃহস্থালি কাজে ব্যবহৃত পানির পাত্রে ডুবে শিশুটি মারা গেছে। ১ বছরের শিশু সাদিয়া একই গ্রামের জাকিরুলের মেয়ে।
নিহত শিশুর চাচা ফজলু বলেন, সকালে সাদিয়া ঘরের বারান্দায় খেলা করার সময় সিঁড়িতে রাখা বড় পাতিলে রান্নার জন্য জমানো বৃষ্টির পানিতে পড়ে যায়।এসময় তার মা পাশেই কাজ করলেও ঠিক পায়নি। পরবর্তীতে সাদিয়াকে খোঁজ করতে গিয়ে পানির পাতিলে ডুবে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাতিলে জমানো বৃষ্টির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যুর হয়েছে। পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি