দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় গাঁজা সেবনের অপরাধে কুরবান আলী (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা উভয় দণ্ড প্রদান করেছেন।
অভিযুক্ত কুরবান আলী পৌরসভার কমলাপুর মিয়াপাড়ার মৃত রাকাত আলীর ছেলে।
অভিযোগে প্রকাশ, সোমবার দুপুরে খোকসা থানার এসআই মোজাম্মেল হক ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন কোরবান আলী কে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজা পায়। উপস্থিত জনতার মাঝে সে গাঁজা সেবন করে বলে স্বীকার করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী দন্ডবিধির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (গ) ধারা লংঘনের দায়ে ৩৬ (১) সারণির ২১ ধারায় কুরবান আলী কে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা উভয় দণ্ড প্রদান করেন।
এসময় খোকসা থানা পুলিশের একটি টহল দল এবং ভ্রাম্যমাণ আদালতের নাজির পেশকার উপস্থিত ছিলেন।
Leave a Reply