January 5, 2025, 5:32 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে মিরাজ আলী (২১) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার কয়া গ্রামের বেলের মাঠের একটি আম বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃতদেহ থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হবে সদর হাসপাতাল মর্গে বলে জানিয়েছে পুলিশ। নিহত মিরাজ আলী একই গ্রামের উত্তর পাড়ার মোশাররফ হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহত মিরাজের বাবা মোশাররফ হোসেন জানান, গত দু’দিন আগে তুচ্ছ ঘটনায় আমার সাথে আমার ছেলে মিরাজের মনোমালিন্য হয়। এরই জের ধরে গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে চলে যায় সে। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে আজ দুপুরে গ্রামের কৃষকরা গ্রামের বেলের মাঠে কাজ করতে গিয়ে আম বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিরাজের মৃতদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। খবর দেয়া হয় পুলিশেও। খবর পেয়ে দুপুর ১ টার দিকে ঘটনাস্থল থেকে মিরাজের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে ঘটনাটি আত্মহত্যা না হত্যা? তা পরিস্কার হবে।
Leave a Reply