জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে সুরাজ বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সুরাজ বেগম একই গ্রামের মসজিদ পাড়ার মৃত উমেদ মন্ডলের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন ছিলেন। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয়রা জানান, বিকেলে কৃষ্ণপুর গ্রামের মসজিদ পাড়ায় ঝুনু বিশ্বাসের পুকুরের পাশে খেলছিল শিশুরা। এসময় পুকুরে ভিতর এক বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয় তারা। পরে ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।
মৃত সুরাজ বেগমের ছেলে খবির উদ্দিন জানান, আমরা ১০ ভাই-বোন। আমার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আজ সকালেও বাড়ি ছিলেন মা। খাবারও খেয়েছেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেন স্থানীয়রা। পরে আমরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বিষয়টি আমরা এখনও অবগত না। জানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি