প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২১, ৬:৫৬ পি.এম
খোকসায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
বন্ধুকে সাথে নিয়ে নানাবাড়িতে যাচ্ছিল দুই বন্ধু। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজনেই। আহত দু'জন হলো, খোকসার কমলাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে অন্তর (১৮) ও খালেকের ছেলে সজীব (১৮)।
ঘটনাটি ঘটেছে উপজেলার বেতবাড়িয়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জুলাই) বিকাল সাড়ে চারটের সময় মোটরসাইকেল নিয়ে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এসময় সজীব (১৮) ও অন্তর (১৮) নামে দুইজন গুরুতর আহত হয়। সজীবের ডান পা ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শামীম মাহমুদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২জন হাসপাতালের জরুরি বিভাগে আসে। এদের মধ্যে সজীবের ডান পা ভেঙে যাওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যজন অন্তরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি