October 30, 2024, 8:03 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের দু’দিন পর ভৈরব নদী থেকে মারুফুজ্জামান রিমন (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে জীবননগর পৌর শহরের লক্ষীপুর গ্রামের ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারুফুজ্জামান রিমন জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের ব্রীজ পাড়ার সাবেক পৌর কাউন্সিলর মৃত শামসুজ্জামান হান্নুর ছেলে।
মারা যাওয়া রিমনের ভাই রিজভী আহমেদ জানান, ঈদের দিন দুপুরে বাড়ি থেকে বের হয় রিমন। তারপর সে আর বাড়ি ফেরেনি। আশপাশের কোথাও তাকে খুঁজে না পাওয়া যায়নি। পরে গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। আজ শুক্রবার বেলা ১০ টার দিকে বাড়ির পাশের ভৈরব নদীতে রিমনের মরদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে রিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় রিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply