December 24, 2024, 7:49 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত পৌর কাউন্সিলরসহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। এই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ।
মৃত পৌর কাউন্সিলরের নাম ইসলাম শেখসহ (৪৫)। তিনি কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১০ জনের এবং উপসর্গ নিয়ে মারা যান আরও তিনজন। একই সময়ে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪৩ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও চারজন। একই সময়ে ১২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান করোনায় মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ যারা যান তারা বুধবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৪৭ জন। গতকাল ছিলেন ২৫৬ জন। তার আগের দিন ছিলেন ২৫৪জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৬২৮জন। আগের দিন ছিলেন ৩৮২৪জন। তার আগের দিন এ সংখ্যা ছিল ৩৯২১ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৩৮৭৫। গতকাল ছিলেন ৪০৮০জন। আগের দিন ছিল ৪১৭৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১৫ জন। জেলাতে মোট মারা গেছেন ৪৪২ জন।
এদিকে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘গত ১৩ জুলাই (মঙ্গলবার) করোনা শনাক্ত হওয়ার পর থেকে মো. ইসলাম শেখ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিয়ে আসছিলেন। বুধবার বেলা ১১টার দিকে সেখানে তিনি মারা যান।’
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বাদ এশা তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply