December 23, 2024, 12:59 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনেক বিড়ম্বনার মধ্য দিয়েও গার্মেন্টস ছুটি শেষে ঈদ করতে বাড়ি ফেরা হলো না কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চরশাদীপুর গ্রামের ইসমাইল শেখের। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইসমাইল সহ মারা গেছে তার ১৪ বছরের কণ্য শিখা শেখ ও ৫ বছরের শিশুপুত্র মালেক। ওদিকে মৃত্যুর সাথে লড়াই করছেন তার স্ত্রী নাজমা।
সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসমাইল শেখ (৩৫), তার কন্যা শিখা শেখ (১৪) ও পুত্র আব্দুল মালেক (৫)।
অন্যদিকে দূর্ঘটনায় ইসহাকের স্ত্রী নাজমা বেগম (৩০) ও অন্য একজন আশরাফুল ইসলাম (৩৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশাদীপুর গ্রামে। নিহত ইসমাইল ও তার স্ত্রী নাজমা সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। আহত আশরাফুলের বাড়ি কুষ্টিয়ার খোকসার মাহিষবাথান গ্রামে।
দূর্ঘটনার শিকার আহত আশরাফুলের ভাগ্নে রাজু আহম্মেদ জানান গত রাতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হয়ে একটি মাহেন্দ্র (অটোরিক্সা) ভাড়া করেন ঐ পরিবার কুমারখালী পর্যন্ত। তার মামার সাথে তার পোনে কথা হয়েছির সর্বশেষ রাত ১১টার দিকে।
তার মামা তাকে জানিয়েছিলেন কুষ্টিয়ারই একটি পরিবারের সাথে সে আসছে। রাজু জানায় তার মামা ও ঐ পরিবার ভোর ৭টার দিকে গাবতলী থেকে যাত্রা শুরু করেছিলেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মাহেন্দ্রকে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই উল্টে যায় মহেন্দ্রটি।
ঘবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।
উায়ার স্টেশন অফিসার অফিসার রয়েল আহম্মেদ জানান ঘটনাস্থলেই মারা যান ইসমাইল শেখ ও তার কন্যা শিখা শেখ। হাসপাতালে ইসমাইলের পুত্র মালেক।
নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইসমাইল শেখ এর স্ত্রী নাজমা ও আশরাফুল ইসলামকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা গুরুতর হলে সকালে আশরাফুলকে রাজশাহী মেডেকেলে আজ সকালে নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply