January 8, 2025, 9:03 am
জাহিদুজ্জামান/
কুষ্টিয়ার ভেড়ামারা ও খাজানগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। ভেড়ামারায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার বাবু নিহত হয়েছে। আহত হয়েছে মহিলাসহ ৮জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার সময় ভেড়ামারার লালনশাহ সেতুর টোলপ্লাজার সন্নিকটে ভিলকিরপুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার বাবুর(৪৫) বাড়ি নড়াইল জেলার বালিয়াডাঙা গ্রামে। ভেড়ামারা থানার উপপরিদর্শক পার্থ কুমার জানান, কুষ্টিয়া অভিমুখে আসা যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ৮ জন যাত্রী আহত হন। তবে ট্রাকের ড্রাইভার বাবু ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ। অপর একজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৭জনকে চিকিৎসা দেওয়া হয়েছে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার জরুরী বিভাগের মেডিকেল কর্মকর্তা সৌরভ কুন্ডু বলেন, তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। গুরুত্বর আহত রুবেল নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তাসলিমা খাতুন, ওমর আলী, রাজশাহী জেলার বাগমারা উপজেলার অমিত হাসান, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আমিরুল ইসলাম, সুজানগর উপজেলার শাপলা খাতুন, রুবেল হোসেন ও দীপা খাতুন।
এদিকে, আজ সকাল ৭টার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকায় মোটর সাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে একজন নিহত হয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল বিষয়টি নিশ্চিত করেছেন। পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা নিহত মারুফ। স্থানীয় সূত্রে জানা যায় মারুফ হোসেন পোড়াদহ বাজারে মা গার্মেন্টস কর্মচারী ছিলেন। সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের মাল কেনার জন্য কুষ্টিয়া শহরে উদ্দেশ্যে রওনা হলে অপর দিকে বটতৈল মোড় থেকে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক মারুফ ঘটনাস্থলে মারা যান। আহত অটোরিক্সা চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
Leave a Reply