January 11, 2025, 9:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে ৩০ বছর বয়সসীমার নাগরিকদেরও এবার করোনাভাইরাস টিকাদান কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির এক ভার্চুয়াল সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত হয়।
এক শীর্ষ সরকারি কর্মকর্তা জানান, আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।
দেশে এ পর্যন্ত জনসংখ্যার প্রায় চার শতাংশ মানুষ টিকা নিয়েছেন। সরকার এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে, যার মধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা। ১৭ জুলাই পর্যন্ত দেশের ১ কোটি ১১ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৩ লাখ মানুষ দুটি ডোজই পেয়েছেন।
Leave a Reply