October 30, 2024, 10:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান স্বাস্থ্য সেবা আরো নির্বিঘ্ন করতে সহায়তায় কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচ। এই ব্যাচের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় করোনা চিকিৎসায় অত্যাবশ্যকীয় ঔষধ সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় দুস্থ ও অসহায় করোনা রোগীর চিকিৎসা সহায়তা করতে হাসপাতাল কতৃপক্ষের চাহিদা মোতাবেক অরিসেফ ইনজেকশন, নিওপেনাম ইনজেকশন, ডেকাসন ট্যাবলেট ও ইনজেকশন, মেথিপ্রেড ইনজেকশন, প্যারিনক্স ইনজেকশন, ৫মিলি. ওয়াটার ও বিপাপ মেশিনসহ চিকিৎসা সামগ্রী কুষ্টিয়া জিলা স্কুল এসএসসি ১৯৮৩ ব্যাচের পক্ষ থেকে হাসপাতাল কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
১৯৮৩ ব্যাচের পক্ষে ঔষধ সামগ্রী হস্তান্তর করেন মোঃ আলফাজ উদ্দীন শেখ তুহিন, উপ-পরিচালক, মৎস্য, ঝিনাইদাহ, এ কে এম সামসুল হক, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারী কলেজ, মোঃ আব্দুর রশিদ বকুল, উপ-রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, ইসলামী বিশ^বিদ্যালয় ও মোঃ শোভন বিশিষ্ট ব্যবসায়ী।
এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন, ডাঃ নাসিমুল বারী, ডাঃ ইকবাল, ডাঃ আরিফ সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসগণ।
কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন করোনার শুরু থেকে গরীব ও অসহায় মানুষের কল্যানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। করোনাকালীন এ সেবা অব্যাহত থাকবে বলে তারা জানান।
Leave a Reply