প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ৮:১৫ পি.এম
খোকসার ভূমিহীন ২৪ পরিবার পেল আপন ঠিকানা
হুমায়ুন কবির, খোকসা/
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে কুষ্টিয়ার খোকসা উপজেলার ২৪ পরিবার পেল আপন ঠিকানা।
সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উথলী গ্রামের ভুমিহীন ২৪ পরিবার পেল জমি ও ঘর।
ভূমিহীনদের ঘরে প্রবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী ও জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য উল্লেখ্য মুজিব বর্ষ উপলক্ষে গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়ার খোকসা উপজেলা সহ সারাদেশের ভূমিহীন অসহায় দুস্থদের জন্য ঘর প্রদানের শুভ উদ্বোধন করেন।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন জানান, উদ্বোধন হওয়া ঐসকল অসমাপ্ত ঘরের বাকী ২৪ টা ঘরের বাসিন্দা আজ ঘরে উঠল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি