December 27, 2024, 2:49 am
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে নজরুল ইসলাম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মারা গেছে সাথে থাকা তার মহিষটিও।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার পাঁকা গ্রামের কুশোগাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম জীবননগর উপজেলার পাঁকা গ্রামের মৃত ফরিদ মন্ডলের ছেলে। নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়েছে তার স্বজনরা।
নিহতের ছোট ভাই আহসান আলী জানান, বিকেলে জীবননগর উপজেলার পাঁকা গ্রামের কুশোগাড়ির মাঠে মহিষ চরাতে যান কৃষক নজরুল ইসলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত। এসময় একটি বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই মারা যান নজরুল। মারা গেছে তার সাথে থাকা মহিষটিও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ বাড়ি নিয়ে আসেন স্বজনরা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply