January 9, 2025, 1:45 am
মীর রিসান/
আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার কতৃক ঘোষিত কঠোর লকডাউন শিথিল ঘোষণা দেবার পরবর্তী সময়েই সড়ক পরিবহনে ঘরমুখী মানুষের উপচে পরা ভীড়। প্রতি বছরের ন্যায় ঈদ কে সামনে রেখে পরিবহন শ্রমিকেরা আদায় করছেন অতিরিক্ত ভাড়া। কুষ্টিয়া দৌলতদিয়া রুটে বিগত সময়ে নির্ধারিত ভাড়া ছিলো। কুষ্টিয়া চৌড়হাস বাস টার্মিনাল-দৌলতদিয়া বাস টার্মিনাল ১২০টাকা তা বর্তমান ১৯৭ টাকা ধার্য করে ভাড়া চার্ট তৈরি করলেও আদায় করছেন ২০০ টাকা। কুষ্টিয়া খোকসা-দৌলতদিয়া বিগত ভাড়া ৭০ টাকা থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকা। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বিগত ভাড়া ৯০-১০০ টাকা থাকলেও তা বেড়ে হয়েছে ১৪৫ টাকা। এবং কুষ্টিয়া দৌলতদিয়া রুটে বিরতিহীন যাত্রী পরিবাহী (গড়াই) দৌলতদিয়াস্থ টামির্নাল কতৃপক্ষ এবং সাধারণ ঘরমুখী যাত্রীরা জানান কুষ্টিয়া দৌলতদিয়া রুটে গড়াই-বাস পরিবহন বিগত ভাড়া ১৫০ টাকা ধার্য করা হলেও ঈদুল আযহা উপলক্ষে তা বাড়িয়ে আদায় করা হচ্ছে ৩০০ টাকা। এ বিষয়ে বাস মালিক কর্মচারীদের সঙ্গে কথা বললে তারা জানান, দীর্ঘ সময় করোনা মহামারীতে গণপরিবহন বন্ধ থাকায় এবং ভবিষ্যতেও বন্ধের আশংকায় ঈদুল আযহা তাদের জন্য বাড়তি আয়ের একট উপায়।
এ বিষয়ে আরো কথা হয় দৌলতদিয়া থানাস্থ পুলিশ ফাঁড়ির টার্মিনালে দায়িত্ব প্রাপ্ত কনস্টেবল রহিম এর সঙ্গে তাকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান এ বিষয়ে উর্ধতন কর্মকর্তা নির্দেশ দিলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply