প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ৪:৪০ পি.এম
খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশুর নাম আসফিয়া। সে উপজেলার কাদিরপুর গ্রামের উজ্জল শেখের এক মাত্র কন্যা সন্তান।
পরিবারের পক্ষ থেকে শিশুটির ফুপা জিয়ারুল জানায়, রবিবার সকালে শিশুটির মা ও পরিবারের লোকেরা রান্নাসহ সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এমন সময় শিশু আসফিয়া বাড়ি পাশের পুকুরের পরে যায়। এক পর্যায়ে মৃত শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।
কর্তব্যরত চিকিৎসক সাইদুজ্জামান জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি