October 30, 2024, 10:14 pm
জাহিদুজ্জামান/
কুষ্টিয়ায় সড়ক বিভাগের সড়ক ভবন নির্মাণের জন্য বাগানের গাছ কাটার উদ্যোগের প্রতিবাদ জানিয়েয়েন পরিবেশবাদীরা। সড়ক বিভাগের কুষ্টিয়া অফিসের সামনে মহাসড়কে আজ বেলা সাড়ে ১০টায় মানববন্ধন করেন কয়েকশ পরিবেশবাদী। সম্মিলিত সামাজিক আন্দোলন, পরিবেশ ক্লাবসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা এতে যোগ দেন। মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ডে গাছ কেটে উন্নয়নের প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, সড়ক বিভাগের অফিস থাকতে সুন্দর বাগান কেটে ভবন নির্মাণের কোন দরকার নেই। তারা বলেন, এসব গাছ কাটলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
Leave a Reply