প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২১, ৭:৪৪ পি.এম
খোকসায় আগুনে পুড়ে ১ পরিবার ক্ষতিগ্রস্ত
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া খোকসা চুলার আগুনে পুড়ে গরিব কৃষক এক পরিবার রম ক্ষতিগ্রস্ত হয়েছে। অমৃত সাহা নামের ঐ ব্যক্তির পরিবার নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে বসবাস করতেন।
গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় অমৃত এর বাড়ির রান্নাঘর ও বসতঘরের অগ্নিকাণ্ডে তিনটা ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় অমৃত সাহা'র গচ্ছিত সব কিছু মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে যায়।
খোকসা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রপ্রসাদ বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষনে রান্নাঘর ও দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা বলে তিনি জানান।
কৃষক অমৃত সাহা নিজের বসত ঘর পুড়ে যাওয়ায় একেবারেই নিঃস্ব হয়ে পথে বসেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি