December 26, 2024, 10:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের আমলে, জননেত্রী শেখ হাসিনার সকারের এই সময়ে একজন মানুষও না খেয়ে থাকবেন না। কেউ খাবারের কষ্টে থাকবে না।
তিনি বলেন করোনার শুরু থেকেই সরকার সাধারণ মানুষের জন্য সহায়তা দিয়ে আসছে যতদিন করোনা মহামারি থাকবে ততদিন খাদ্য সহায়তা চলমান থাকবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার সঞ্চালনায় এ সময় দুই হাজার ৫০০ নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হানিফ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সরকারী/বেসরকারী নানা উদ্যোগের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আরো পদক্ষেপ নেয়া হবে। তিনি সবাইকে
সবাইকে সচেতন হবার আহবান জানান। তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
হানিফ বলেন সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতা বোধ তৈরিকে কাজ করতে হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সংস্কৃতিকর্মীদের এককালীন সহায়তার চেক প্রদান করেন মাহবুব উল আলম হানিফ।
Leave a Reply