January 9, 2025, 4:39 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে লকডাউন শিথিলের সময়েও করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ বুধবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের বিধিনিষেধ শিথিল করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে উল্লেখিত সময়ে সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময় পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে যাওয়া এবং জনসমাবেশ হয় এমন সামাজিক অনুষ্ঠান যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বাদ দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply