December 24, 2024, 10:20 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ২ জন। একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১২। এদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা যান ৩ জন। একই সময়ে ৯৯০টি নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩৯ শতাংশ।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১১ জনই জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে করোনার সকল উপসর্গ ছিল বলে তিনি জানান। তবে তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়নি।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭২ জন। আগের দিন ছিলেন ২৬৯ জন। তার আগের দিন ছিলেন ২৬৬ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৬৫ জন। আগের দিন ছিলেন ৩৩০৭ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৮৩৭জন। আগের দিন ছিলেন ৩৪৩০।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এগার হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৩৫৯ জন।
Leave a Reply