October 30, 2024, 8:03 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় আটক করা হয় একটি ক্যাভার্ড ভ্যান।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত মতলুর রহমানের ছেলে ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু (৩৫) ও যশোর জেলার বেনাপোল থানার ভবারবেড গ্রামের রাজ্জাক সরদারের ছেলে ক্যাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফেরিঘাট রোডের একটি গুদামে আনলোড করার সময় সেখানে হাজির হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ক্যাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্টো-ট-১৫-২৭১২) তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটক করা হয় ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু ও ক্যাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেনকে। পরে জব্দকৃত পলিথিনসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
Leave a Reply