প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ৮:০৩ পি.এম
কুমারখালীর ২৩ তম ইউএনও বিতান কুমার মন্ডল
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ তম ইউএনও হিসাবে যোগদান করলেন বিতান কুমার মন্ডল।
বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান এর স্থলাভিষিক্ত হলেন।
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক স্বারকে ও জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক এক আদেশে সোমবার (১২ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান কার্য সম্পন্ন করেন। একই সাথে বিদায় নেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও বিতান কুমার মন্ডল কে ফুলেল শুভেচ্ছা জানায় বিদায়ী ইউএনও রাজীবুল ইসলাম খান। এরপর দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
এসময় বিদায়ী ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, সাংস্কৃতিক জনপদে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। সঠিক দায়িত্ব পালনে সবার সহযোগীতা পেয়েছি। চেষ্টা করেছি সরকারের আদেশ প্রতিপালনে।
তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের উচিৎ দেশের উন্নয়নে সরকারকে সহযোগীতা করা। সাংবাদিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের প্রতি সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।
নবাগত ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, কুমারখালী একটি ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক রাজধানী খ্যাত স্থান। সকলের সহযোগীতায় উপজেলাকে আরো সামনে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য যে, বিদায়ী ইউএনও রাজীবুল ইসলাম খান ২০১৮ সালের ১৩ অক্টোবর ২২ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ঝিনাইদহ জেলায় যোগদান করলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি