October 30, 2024, 8:03 pm
জাহিদুজ্জামান/
করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে টিকা নিতে আজও ছিলো উপচেপড়া ভীড়। এতো মানুষের চাপ সেখানে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সকাল থেকে টিকা নিতে লম্বা লাইনে মানুষ গায়ের সাথে গা লাগিয়ে দাড়ায়। রেজিষ্ট্রেশন করেই মোবাইলে বার্তা পাওয়ার আগেই টিকা নিতে চলে আসছেন মানুষ- এ কারণে বাড়ছে ভিড়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আজ সোমবার ৬শ জনকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে তালিকা ধরে টিকা দেওয়া হচ্ছে। এজন্য আগ্রহীদের মোবাইলের বার্তা দিয়ে তার জন্য নির্ধারিত তারিখ জানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু মানুষ তা মানছেন না। মেসেজ না পেলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ লাইনে এসে দাড়াচ্ছেন। এদেরকে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সবাই টিকা পাবেন। জেলায় এ পর্যন্ত দ্বিতীয় দফায় ২২ হাজার রেজিষ্ট্রেশন হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত ৪ হাজার ২শ জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টিকা মজুদ আছে। প্রত্যেককে দুই ডোজ দিলে ২০ হাজার জনকে দেওয়া যাবে। আরো টিকা আসবে বলেও জানান সিভিল সার্জন।
Leave a Reply