দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৯২টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫ জন।
শনিবার সকাল ৮ টা থেকে রবিবার ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন আরো ৮ জন। এই সময়ে ৫৮৯টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৮৮ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১৮ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা করোনার সকল উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে তাপস কুমার সরকার জানান। তবে তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়নি।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৮ জন। গতকাল ছিলেন ২৬৮।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৫২ জন। গতকাল ছিলেন ৩৩৭১জন। তার আগের দিন ছিলেন ৩১০৩।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৬১৬ জন। তার আগের দিন ছিলেন ৩৩৭১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দশ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৩২৮ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি