দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/
ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন শ্রমিক দিনমজুর ১৫'শ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ১০ কেজি করে চাল ও নগদ ৩'শত করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন,জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল। এই বিতরণ কাজে সহায়তা করেন স্কাউট সদস্য গণ। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বিদ্যুৎ গতিতে বাড়ছে। আমাদের জনপ্রতিনিধি ও সরকারি সহযোগীতায় ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগ অনেকটা প্রস্তুত এই সংকট মোকাবিলায়। আমাদের সচেতনতার বিকল্প নেই। অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।খাদ্যের কোন ঘাটতি নেই। আমরা আগেও প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছি। আবার শুর“ করেছি। কেউ খাদ্য কষ্টে থাকবে না। মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, আমাদের ভারতীয় ভেরিয়েন্ট বাঁচতে সচেতন সাবধানতার বিকল্প নেই। ঝিনাইদহের কোন মানুষ খাদ্য সংকটে মারা যাবে না। কেউ খাদ্যের সংকটে পড়লে ৩৩৩ নাম্বারে ফোন করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার তার বাড়িতে পৌছে যাবে ইনশাল্লাহ। নিজেকে,নিজের পরিবারকে বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি