দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শোন, যুক্তিই আমার সৌন্দর্য স্লোগানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি কুষ্টিয়া জোন জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগীতা-২০২১ সম্পন্ন হয়েছে । অতিমারি করোনার এই কঠিন সময়ে ভার্চুয়াল জুম এ্যাপসে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগীতায় সারা বাংলাদেশের ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক বিতার্কিক অংশগ্রহন করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান, কুষ্টিয়ার কৃতি সন্তান এ কে এম শোয়েব। এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর জোন প্রধান ও সেন্ট্রাল কমিটির কো -চেয়ারম্যান মিডিয়া এন্ড পাবলিক রিলেশন এস.এম. শামীম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং সম্পাদক, শিক্ষক পরিষদ এবং এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর মডারেটর আহসান কবীর রানা।এনডিএফ বিডি কো-চেয়ারম্যান ও ডিবেট এন্ড ক্যারিয়ার স্কুলিং এর রেক্টর লায়ন এম আলমগীর, কো-চেয়ারম্যান ও এনডিএফ বিডি খুলনা জোন এর মডারেটর তাকদীরুল গণি ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও এনডিএফ বিডি চুয়াডাঙ্গার মডারেটর জাহিদুল হাসান, কুষ্টিয়া সরকারি কলেজ সমাজবিঙ্গান বিভাগের প্রভাষক ও কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব পরিচালনা পরিষদ এর সদস্য শাহরিয়ার হোসেন সাজু। কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ও ডিবেটিং ক্লাব এর মডারেটর রেজাউল করিম। কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ডিবেটিং ক্লাব এর মডারেটর নাদিরা খানম, চর্যাপদ কুষ্টিয়ার সভাপতি আনোয়ার কবীর বকুল ও এনডিএফ বিডি সেন্ট্রাল কমিটির যুগ্ম-সম্পাদক কুষ্টিয়া জোন এর উপদেষ্টা রোভার স্কাউট লিডার রাসনা শারমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএফ বিডি কুষ্টিয়া জোন বারোয়ারী বিতর্ক প্রতিযোগী-২০২১ এর আহবায়ক কামরুল হোসেন রোহিত, এনডিএফ বিডি পাবনার আহবায়ক ও সেন্ট্রাল এর যুগ্ম-সাংগাঠনিক সম্পাদক জাহিদ হাসান ইমন, ঝিনাইদহ জেলা আহবায়ক রাকিব হাসান, চুয়াডাঙ্গার আহবায়ক ইরফাত নূর অবনী , ঝিনাইদহের সংগঠক ফাহিম মুনতাসির রহমান ও কুষ্টিয়ার সংগঠক তানভীর আহম্মেদ, সাজিত সুমন, রাহাত আন নূর, সুমাইয়া ইসলাম প্রমুখ।
প্রধান অথিথি তার বক্তব্যে বলেন জোরের যুক্তি নয়, নতুন প্রজন্মের কাছে আমরা যুক্তির জোর প্রত্যাশা করি। একটি বিশুদ্ধ যুক্তিববাদি প্রজন্ম গড়ে তুলতে ও পাঠ্যবইয়ে বইয়ে বিতর্ক চর্চা অন্তর্ভুক্ত করতে এনডিএফ বিডি সারা দেশে কাজ করছে। এনডিএফ বিডি কুষ্টিয়া জোন আজ জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগীতা আয়োজনের মাধ্যমে তাদের সবক্ষমতার পরিচয় দিয়েছে। শোন যুক্তিই আমার সৌন্দর্য। এনডিএফ কুষ্টিয়া জোন এর ৬ টি জেলা মেহেরুপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ,রাজবাড়ি, পাবনা ও কুষ্টিয়ায় বিতর্ক চর্চা এই আয়োজনের মাধ্যমে আরো দৃড় হবে বলেও প্রধান অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন।
বিতর্ক প্রতিযোগীতার ৩ টি গ্রুপে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির সিনিয়র সাংগাঠনিক সম্পাদক ও শিক্ষক সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাসুদ পারভেজ অভি, এনডিএফ বিডির সাংগাঠনিক সম্পাদক ও জিটিসি-ডিসির প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব হাসান রিপন, এনডিএফ বিডির পরিচালক ইংরেজি বিতর্ক ওয়ালিদ হাশমি হোসেন, কুষ্টিয়া পাবলিক স্কুল এর প্রধান শিক্ষক এনডিএফ বিডি মেহের পুর এর জেলা আহবায়ক শাহাবুদ্দিন শেখ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রভাষক,বাংলা মোঃ হাফিজুর রহমান, এনডিএফ বিডি পাবনার জেলা আহবায়ক ও সেন্ট্রাল এর যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ইমন, এনডিএফ বিডির পরিচালক যারীন তাসনিম মিম, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক দীপক কুমার ব্যানার্জী, এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর উপদেষ্টা ও সেন্ট্রাল এর জয়েন্ট সেক্রেটারী রাসনা শারমিন, কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ণী চিকিৎসক পরিষদ এর সভাপতি ও ডিবেটিং ক্লাব এর সভাপতি ও আবু সুফিয়ান স্বজন, কুষ্টিয়া সরকারি কলেজ সমাজবিঙ্গান বিভাগের প্রভাষক ও কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব পরিচালনা পরিষদ এর সদস্য শাহরিয়ার হোসেন সাজু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রভাষক ইংরেজি মাহমুদুল হাসান সুমন, চর্যাপদ, কুষ্টিয়ার সভাপতি আনোয়ার কবীর বকুল, এনডিএফ বিডির দফতর সম্পাদক ও জিটিসি-ডিসির সাংগাঠিক সম্পাদক ইসরাত ফাতেমা ইসা।
এনডিএফ বিডি কুষ্টিয়া জোন বারোয়ারী বির্তক প্রতিযোগিতা ২০২১ এ প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাশিরুনন্নেছা অনন্যা , ২য় স্থান অধিকিার করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহফুজা মাহবুব নওশিন, ৩য় স্থান অধিকার করেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল সাজিদ রেজোয়ান, ৪র্থ স্থান অধিকার করেছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার নুরুন্নাহার ইয়াসমিন নুপুর , যৌথ ভাবে ৫ ম স্থান করেছে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ এর তাহমিনা ইরা ও পাবনা সরকারি কলেজ এর ঐশী আফরিন আঁচল, ৬ষ্ঠ স্থান অধিকার করেছে সাউথইষ্ট ইউনির্ভিসিটরির অনুুরুদ্ধ মজুমদার, ৭ম স্থান যৌথ ভাবে-চুয়াডাঙ্গা সরকারি কলেজ এর সৌম্যজিতা শ্রুতি ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের গালিস আহমেদ, ৮ম স্থান বাংলাদেশ এগ্রিকালচার ইউভার্সিটির সুমনা আক্তার জান্নাত, ৯ম স্থান পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পাবনার ফাইজা ফারজানা ও ১০ম স্থান ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর তানজিম রহমান নিশাত।