November 2, 2024, 12:21 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯২টি নমুনা পরীক্ষায় ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১০ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। এই সময়ে ৭৪৩টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২২ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।
তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৩ জন। এ সময়ে ৮০১টি নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২১ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১০২জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা করোনার সকল উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে তাপস কুমার সরকার জানান।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭৯। গতকাল ছিলেন ২৬৫ জন। তার আগের দিন ছিলেন ২৫২ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩০৩৪ জন। গতকাল ছিলেন ২৯৫৬ জন। আগের দিন ছিলেন ২৮৭৫ জন। তার আগের দিন ছিলেন ২৭৪৮ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৩১৩ জন। তার আগের দিন ছিলেন ৩২২১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ২৯৬ জন।
Leave a Reply