October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৪৩টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২২ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৭ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৩ জন। এ সময়ে ৮০১টি নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২১ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন। তার আগের ২৪ ঘন্টায় ১২২১টি নমুনা পরীক্ষায় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে করোনায় মারা যান ১২ জন। উপসর্গ নিয়ে মারা যান আরো ২ জন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১১ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা শ^াস কষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন বলে তাপস কুমার সরকার জানান।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬৫ জন। আগের দিন ছিলেন ২৫২ জন। তার আগের দিন ছিলেন ২৬২ জন। তার আগের দিন ছিলেন ২৫৯ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২৯৫৬ জন। আগের দিন ছিলেন ২৮৭৫ জন। তার আগের দিন ছিলেন ২৭৪৮ জন। তার আগের দিন ছিলেন ২৪৩৯ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩২২১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৬৬৪ জন এবং মারা গেছেন ২৮৬ জন।
Leave a Reply