জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৩৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন।
এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ ২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাতে ৩৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১৪০ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪৪ জন, আলমডাঙ্গা উপজেলার ২১ জন, দামুড়হুদা উপজেলা ১৮ এবং জীবননগর উপজেলার ৫৭ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হননি। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১৭ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৩৮ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৪১ জন। এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি