দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান স্বাস্থ্য সেবা আরো নির্বিঘœ করতে সহায়তার হাত বাড়িয়ে আক্রান্তদের সেবায় অংশ গ্রহন করলো কুষ্টিয়ার অন্যতম বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা সেতু। সংস্থার উদ্যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০টি অক্্িরজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের কাছে এ সিলিন্ডার হস্তান্তর করা হয়। সেতুর পক্ষ থেকে অক্্িরজেন সিরিন্ডারগুলো হস্তান্তর করেন সেতুর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ শহিদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, সেতুর পরিচালক মফিজুল ইসলাম, সমন্বয়কারী নাজমুন্নাহার, ব্যবস্থাপক ফিন্যান্স শাহানাজ পারভীন, আই সি টি ব্যবস্থাপক সঞ্জয় বিশ্বাস, মুনিম আহম্মেদ সহ অনেকে।
সেতুর প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক এম এ কাদের দৈনিক কুষ্টিয়াকে বলেন সেতু করোনার শুরু থেকে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সাহায্য অব্যাহত রেখেছে। সেতুর শতাধিক শাখার মাধ্যমেও গ্রামের বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে।
করোনাকালীন এ সেবা সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি