December 25, 2024, 12:54 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সোমবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য আকিজ গ্রুপের নিজস্ব অর্থায়নে ২টি হাই ফ্লো নজেল ক্যানোলা (এইচএফএনসি) হস্তান্তর করা হয়েছে।
আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আদ্বদীন হাসপাতাল কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক রবিউল আওয়াল প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর দেলদার হোসেন, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এসএম মুস্তানজীদ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এমএ মোমেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাঃ তাপস কুমার সরকার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেক মাসুদ, সার্জারী ডাঃ সুরেস কুমার তুলসান, গাইনী এ্যান্ড অব্স ডাঃ মনোরমা সরকার, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরমান হোসেন, ডাঃ খালিদ সাইফুল্লাহ সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকতাগন উপস্থিত ছিলেন।
এসময় আকিজ গ্রুপের পক্ষে জানানো হয়, করোনা মোকাবিলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২টি হাই ফ্লো নজেল ক্যানুলা (এইচএফএনসি) দিয়ে সহযোগিতা করছে এবং আকিজ গ্রুপের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হাসপাতালের পরিচালক বলেন, আকিজ গ্রুপকে এই মানবিক সেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply