প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৬:৫০ পি.এম
হেলে গেছে বৈদ্যুতিক খুঁটি: নজর নেই কর্তৃপক্ষের
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা সড়কের পাশে চারটি বিদ্যুতের খুঁটি ঝড়ে হেলে পড়েছে। কিন্তু এত দিনেও সেই খুঁটি গুলো সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ১১কেভি ও ৪৪০ ভোল্টের চালু সঞ্চালন লাইন। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে আরও অন্তত ২টি খুঁটি। লাহিনী বটতলা সড়কের পাশেই বৈদ্যুতিক খুঁটিগুলো এখন এভাবেই আছে। তবে বিষয়টি বার বার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো ) কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজে আসছে না এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।
অনেকটাই নজরে নেই বিদ্যুতের খুঁটি হেলে পড়ার বিষয়টি।
স্থানীয়রা জানান,প্রায় ১মাস আগে চারটি খুঁটি হেলে যায়। কিন্তু এত দিনেও সেই চারটি খুঁটি গুলো সোজা করা হয়নি। (ওজোপাডিকো ) কর্তৃপক্ষকে বার বার ফোন করা হলে কাজের কাজ কিছুই হয়নি। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন। তাই দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান তারা।
কুষ্টিয়া পৌরসভার ১২নংওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিছ বলেন,ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে খুঁটি গুলো। বার বার ওজোপাডিকো কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি।
কুষ্টিয়ার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো ) নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন,আসলে খুঁটি হেলে পড়ার বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদার খুঁটি ঠিক করে বসিয়ে দিবেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দ্রুত কাজটি শেষ করার কথা রয়েছে। আজ কালের মধ্যেই বিষয়টি সমাধান করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি