প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৫:৫০ পি.এম
খোকসায় করোনায় আরও ১ মৃত্যু
হুমায়ুন কবির, খোকসা/
খোকসায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। গতকাল শনিবার একজন মৃত্যুর পর আজ রবিবার একতারপুরে আরেকজন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে খোকসায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের মৃত বিমল পাল এর ছেলে স্বরূপ পাল (৪৭) মৃত্যু বরণ করেন।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের স্বজনরা আজ রবিবার (৪ জুলাই) সকালেই নিজেরায় একতারপুর শ্মশানে লাশ দাহ কাজ সম্পন্ন করা ।
এদিকে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলা ও করোনার আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তবে এ পর্যন্ত যত আক্রান্তের হার আসছে তার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত এসেছে গতকাল শনিবার ৩১ জন। একই সময়ে একজন মৃত্যু বরণ করেছে।
অপরদিকে সরকারের বিশেষ লকডাউনে চতুর্থ দিনে খোকসা বাজার উপজেলা সড়কসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি দেখাগেছে। এরই মাঝে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযান কাঁচা বাজার ও মাছ বাজারে অব্যাহত রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি