December 26, 2024, 12:00 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এই মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল (৩ জুলাই) সকাল ৮ টা থেকে আজ (৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ১৩ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৬ জন করোনা উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদের করোনা পরীক্ষা নিস্পন্ন হয়নি।
“তবে তাদের মধ্যে করোনার সকল উপসর্গ বিদ্যমান ছিল। তারা করোনা ডেডিকেটেড বেডে চিকিৎসাধীন ছিলেন। তাদের পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে, মেডিকেল অফিসার তাপস কুমার দৈনিক কুষ্টিয়া কে জানান।
তিনি জানান করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬৫ জন। আগের দিন ছিলেন ২৬১ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ২২২৮ জন। গতকাল এ সংখ্যা ছিল দুই হাজার ১০৭ জন।
কুষ্টিয়ায় আজ (৪ জুলাই)সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৪৭৫ জন এবং করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২৩৮ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬৯ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫টি নমুনা ও র্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়েছে ৫৮৯টি।
এর আগের ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত সাত জন মারা গেছেন এবং শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৪৮ শতাংশ।
আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে এ তথ্য জানান।
Leave a Reply