October 30, 2024, 10:18 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৬ ঘন্টা পর এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার ঈদগা মাঠের পাশে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই শিক্ষকের নাম মাইনুর রহমান মুন্না (২৭)। তিনি একই এলাকার এলজিইডি পাড়ার পোস্ট মাস্টার আব্দুল মোমিনের ছেলে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগের প্রভাষক।
মৃত ওই শিক্ষকের চাচা ডা. আফসার উদ্দিন কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ থাকায় বাড়ি এসেছে মুন্না। পরে আজ দুপুরে সে তার দুই বন্ধু সবুজ ও মমিনুলকে নিয়ে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। মুন্না সাঁতার জানতো না। তার বন্ধু সবুজ ও মমিনুল নদীর তীরে উঠতে সক্ষম হলেও এক পর্যায়ে নদীর স্রোতে ভাসতে ভাসতে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয় সে। তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে। তারা এসে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা এসে মাথাভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৮ মিনিটের মধ্যে নিখোঁজ মুন্নার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Leave a Reply