December 22, 2024, 11:56 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ১৭০টি নমুনা ও র্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৫১টি।
এর আগের ২৪ ঘন্টায়ও মৃত্যু ছিল ৭ জনের এবং একই সময়ে ৩৪২টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪০ দশমিক ০৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু ছিল ৯ জন। একই সময়ে ৬৮১টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৫ শতাংশ।
শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মোমেন জানান শনিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬১ জন। আগের দিন এটি ছিল ২০৪ জন।
মোমেন জানান শুক্রবার দিনজুড়ে বৃষ্টির কারনে নমুনা পরীক্ষায় ইচ্ছুকদের উপস্থিতি কম ছিল।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ২১০৭ জন। গতকাল এ সংখ্যা ছিল ২১৪৯জন।
কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ২৮২জন এবং মারা গেছেন ২২৫ জন।
Leave a Reply