January 11, 2025, 1:53 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নবনির্মিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত ইসমাইল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নবনির্মিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মরদেহের পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী ফেরদৌসি খাতুন জানান, গত পরশু রাতে বাড়ি থেকে বের হন আমার স্বামী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মরদেহটি নিহতের স্ত্রী ফেরদৌসি খাতুন শনাক্ত করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।
Leave a Reply