January 10, 2025, 10:13 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ ৪ জন ও উপসর্গ নিয়ে এক নারীসহ মারা গেছেন ৩ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ২৫৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ৯৪ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪২ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন ও জীবননগর উপজেলার ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘন্টায় ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২ হাজার ৩০১ জন। নতুন করে ৪ জনসহ মোট মারা গেছেন ৯৪ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছে ১ হাজার ৮৯ জন। এরমধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৭২ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৭ জন। এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply