প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২১, ৭:৫৮ পি.এম
কুুষ্টিয়ায় লকডাউন বাাস্তবায়নে কাজ করছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ এবং সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সহায়ক হিসেবে একযোগে মাঠে কাজ করছে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ৭ দিনের লকডাউনের ২য় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ,র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দেও ও মাঠে কাজ করতে দেখা যায় ।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব সোহেলুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমরা কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪টা টিম জেলা প্রশাসনের সাথে সমন্বয় এর মাধ্যমে কোভিড- ১৯ করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের অরোপিত সকল বিধিনিষেধ বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি টিমে একজন করে অফিসার দায়িত্বে আছে।
২টি টিম ভাদালিয়া বাজার ও শহর বটতলা তে ও ২টি টিম জেলা প্রশাসনের দায়িত্বে থাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে দায়িত্ব পালন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা জনগণের পাশে দাড়িয়েছে।
সরকারের নির্দেশনায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া কঠোর লকডাউনে জেলা প্রশাসনের নির্দেশক্রমে অতদ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি