December 22, 2024, 9:54 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭জনের মৃত্যু হয়েছে। । একই সময়ে ৩৪২টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ৬৬টি নমুনা ও র্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ২৫১টি।
এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু ছিল ৯ জন। একই সময়ে ৬৮১টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৫ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায়ও জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বা¯’্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মোমেন জানান শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২০৪ জন। আগের দিনও এ সংখ্যা ছিল ২০৪জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ১৬৪ জন। তিনি জানান প্রতি মুহুর্তেই করোনা রোগী ভর্তি সংখ্যা বাড়ছে।
তিনি জনবল সংকটের কারনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে। তিনি জানান বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার ৬৫ জন কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে ৭ মাস ধরে করোনা আউনিটে কাজ করে যাচ্ছে বলে সেবা অনেকটা সহজ হয়েছে।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ২১৪৯জন গতকাল এ সংখ্যা ছিল ২১০০জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৮৩৯জন। তার আগের দিন ছিলে ১৬৫১।
শুক্রবার সকাল পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ১৮৭জন এবং মারা গেছেন ২১৮ জন।
Leave a Reply