প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২১, ৭:৫৬ পি.এম
কুমারখালীতে গলায় ফাঁস দিয়ে সিঙ্গাড়া বিক্রেতার আত্মহত্যা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে করম আলী (৫৩) নামের এক সিঙ্গাড়া ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ জানাগেছে। নিহত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত মজের আলীর পুত্র।
এলাকাবাসী ও নিহতের পারিবারি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত একটার দিকে বাড়ির গোয়ালঘরে বাঁশের আড়ার সাথে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে করম আলী আত্মহত্যা করেন। কিন্তু কি কারনে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশি জানান, গত মাস তিনেক আগে গ্রামে একটি হত্যাকান্ড ঘটে। সেই হত্যাকান্ডের মামলায় আসামি পক্ষের লোক ছিলো নিহত করম আলী। সেই হত্যাকান্ডের পর করম আলী দীর্ঘদিন মেয়ের বাড়িতে পালিয়ে ছিলো। কিছুদিন হলো সে বাড়িতে ফিরে আসে। এর পর থেকেই সে সব সময় চিন্তিত থাকতো।
এলাকাবাসী আরও জানায়, এসব ঘটনা মিলিয়ে করম আলীর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনকই মনে হচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যর কারণ জানা যাবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি