প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ৬:২৫ পি.এম
কুমারখালীতে কঠোর লকডাউনের প্রথমদিন আক্রান্ত ৫৪, মৃত্যু -৩
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর লকডাউনের প্রথমদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ ও মৃতের সংখ্যা ৩ জন। আজ সকাল থেকে বৃষ্টিপাতের কারনে বাজারে তেমন লোকসমাগম নেই বললেই চলে পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর তেমন কোন ভুমিকা চোখে পড়েনি।
সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি পুরো বাজারে খাদ্য সামগ্রী ও ঔষধের দোকান ছাড়া প্রায় সব দোকান বন্ধ। লোকসমাগম তেমন নেই বললেই চলে। তবে কুমারখালীতে সেনাবাহিনীর তৎপরতা এখনো চোখে পড়েনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় কুমারখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ৫৪ জন ও মৃত্যুবরন করেছে ৩ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি