November 2, 2024, 10:28 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে নিয়োগ লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ-এর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর আইন ১১ (ক) (১) ধারা অনুসারে তাঁকে আগামী ৪ বছরের জন্য উপ-উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয়।
আজ (৩০ জুন) অপরাহ্নে অধ্যাপক রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এসময় তাঁর সাথে ছিলেন।
উপ-উপাচার্যের সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত/
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ১৯৬৩ সালের ১ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। শিক্ষক হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ছিলেন তিনি। অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই.আই.ই.আর)-এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে পালন করেন। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ৭৫টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
Leave a Reply